Class 11th Exam Dates: ঘোষণা হল একাদশ শ্রেণির নতুন রুটিন, কবে কোন পরীক্ষা?

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest

পিছিয়ে গেল একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা। আগামী ২ এপ্রিল থেকে শুরু হবে পরীক্ষা। চলবে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত। দেখে নিন একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার সূচি এবং কবে কোন পরীক্ষা পড়ল –

 1. ২ এপ্রিল (শনিবার): – বাংলা (প্রথম ভাষা), ইংরেজি (প্রথম ভাষা), হিন্দি (প্রথম ভাষা), নেপালি (প্রথম ভাষা), উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলুগু, গুজরাত, পঞ্জাবি।
 2. ৪ এপ্রিল (সোমবার): – ইংরেজি (দ্বিতীয় ভাষা),বাংলা (দ্বিতীয় ভাষা), হিন্দি (দ্বিতীয় ভাষা), নেপালি (দ্বিতীয় ভাষা), অল্টারনেটিভ ইংলিশ।
 3. ৫ এপ্রিল (মঙ্গলবার): ভোকেশনাল বিষয় – হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেলিং, সিকিউরিটি, আইটি ও আইটিইএস, ইলেকট্রনিকস, টুরিজম ও হসপিটালিটি, প্লাম্বিং, কন্ট্রাকশন।
 4. ১৬ এপ্রিল (শনিবার): অঙ্ক, সাইকোলজি, অ্যানথ্রোপোলজি, অ্যাগ্রোনমি, ইতিহাস।
 5. ১৮ এপ্রিল (সোমবার): ইকোনকিমস।
 6. ১৯ এপ্রিল (মঙ্গলবার): কম্পিউটার সায়েন্স, মর্ডান কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভারয়নমেন্টাল স্টাডিজ, হেলথ ও ফিজিকাল এডুকেশন, মিউজিক, ভিস্যুয়াল আর্টস।
 7. ২০ এপ্রিল (বুধবার): কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং, ফিলোজফি,সোশিয়োলজি।
 8. ২২ এপ্রিল (শুক্রবার): ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি।
 9. ২৩ এপ্রিল (শনিবার): স্ট্যাটিসটিক্স, জিয়োগ্রাফি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট।
 10. ২৬ এপ্রিল (মঙ্গলবার): কেমিস্ট্রি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সি, আরবি, ফরাসি।
 11. ২৭ এপ্রিল (বুধবার): বায়োলজিকাল সায়েন্স, বিজনেস স্টাডিস,পলিটিকাল সায়েন্স।

কখন কতক্ষণ শুরু হবে পরীক্ষা এবং চলবে?

১) দুপুর ২ টো থেকে শুরু হবে পরীক্ষা। চলবে বিকেল ৫ টা ১৫ মিনিট পর্যন্ত। প্রশ্নপত্র পড়া এবং উত্তরপত্রে লেখার জন্য সেই সময়টা বরাদ্দ করা হয়েছে।

২) ভোকেশনাল বিষয়, হেলথ ও ফিজিকাল এডুকেশন, মিউজিক এবং ভিস্যুয়াল আর্টসের পরীক্ষা হবে দু’ঘণ্টা।

৩) প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন পরে ঘোষণা করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

সম্পর্কিত পোস্ট