ইতিমধ্যেই রাজ্যের শ্রম দপ্তর অর্থাৎ Employment bank কর্তিপক্ষ বেকার ভাতার নতুন প্রতিক্ষা তালিকা প্রকাশিত করেছে। এই পর পর আপডেট আমরা আপনাদের দিয়ে আসছি। আজকে এখানে আপনাদের জানানো হবে যে, এই লিস্টে আপনার নাম নেই কেনো? আসলে অনেকেই যুবশ্রী প্রকল্পে আবেদন করেছে, তবুও অনেকেই সদ্য প্রকাশিত লিস্টে তারা নেই।
আপনারা জানেন, যুবশ্রী প্রকল্প হলো পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকার যুবকদের মাসে 1500 টাকা সরকারি অনুদান। যাতে তারা তাদের পড়াশোনা বা অন্য কোন শিক্ষামূলক কাজে সেই টাকা ব্যয় করতে পারে। এর জন্য পশ্চিমবঙ্গ যুবশ্রী প্রকল্পে আবেদন করতে হলে প্রার্থীকে অষ্টম শ্রেণী বা মাধ্যমিক পাশ হতে হবে। বয়স 18 থেকে 60 এর মধ্যে হতে হবে।
wb employment bank new list published: https://youtu.be/JxI7ojdwJyg
নতুন লিস্ট কোন হিসাবে প্রকাশ করা হলো?
১৩ নং যুবশ্রী প্রকল্পের প্রতীক্ষালয় তালিকার সময়সীমা
তারিখ ২০/০৩/২০১৩
সময় সকাল ১০টা ৪০ মিনিট ২১ সেকেন্ড।
এই সময়ের মধ্যে যারা অনলাইনে আবেদন করেছিলো, শুধুমাত্র তাদের ১৩ নং তালিকায় নাম এসেছে।

এই নিয়ে বিস্তারিত দেখুন, ভিডিও দেওয়া হলো-