ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার (Food Corporation of India) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বেশ কয়েকটি ম্যানেজারিয়াল পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে দেখুন।

শূন্যপদঃ
অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন)অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল)অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (অ্যাকাউন্ট)অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (ল)মেডিকেল অফিসার
ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ায় নিয়োগের বিজ্ঞপ্তি : নির্বাচন প্রক্রিয়া অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে। অসংরক্ষিত এবং EWS বিভাগের জন্য অনলাইন পরীক্ষায় ৫০% নম্বর এবং SC, ST, OBC, এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ৪৫% নম্বরের মানদণ্ডে প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য বাছাই করা হবে। FCI Recruitment 2022 (ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ায় নিয়োগের বিজ্ঞপ্তি): আবেদন ফি সাধারণ বিভাগ: ১০০০ টাকাSC/ST/PwBD এবং মহিলা প্রার্থীদের আবেদন ফি লাগবে না।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ৩১ মার্চ, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
Official Notification: LINK