ICT computer teacher Admit Card Download | ICT today news | ICT Computer Teacher Recruitment

পশ্চিমবঙ্গের 1719 স্কুলে ICT computer teacher নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিলো। আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে এটি আপনার জন্য একটি বিরাট বড় সুখবর দিয়েছিল ICT। এখানে পুরুষ অথবা মহিলা সকলেই আবেদন করেছিলেন। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিলো পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর এর তরফে।
কম্পিউটার শিক্ষকের পদ খালি রয়েছে, তাই আরও 1719 স্কুলে কম্পিউটার শিক্ষক (Computer Teacher) নিয়োগ করবে সরকার। 2019 অনুযায়ী রাজ্যে নিযুক্ত কম্পিউটার শিক্ষকদের (ICT Computer Teacher) মাসিক সাম্মানিক 10,000 করে দেওয়া হয়।
শিক্ষাগত যোগ্যতাঃ যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাস হতে হবে সঙ্গে আপনার এক বছরের কম্পিউটার সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক।
বয়স কতো দরকার: সরকারি চাকরির নিয়ম অনুযায়ী আপনাকে চাকরি করতে হলে এখানে 20 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে।
নিয়োগ পদ্ধতিঃ অফিশিয়াল নোটিফিকেশন এ নিয়োগ পদ্ধতি সম্বন্ধে তেমন কিছু বলা হয়নি। তবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে বলে জানা গেছে।
পরীক্ষার তারিখ- 22-MAR-2022
পরীক্ষার দিন কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে?
Documents Verification of ICT Computer School Coordinator Recruitment 2022

Admit Card Download Process- Admit card আপনাদের এ-মেইল এ মেইল করে দেওয়া হচ্ছে। আপনারা দ্রুত আমনাদের ইমেইল আইডির ইনবক্স চেক করুন। যদি এই ব্যাপারে আপনাদের কোনো সমস্যা থাকে, তো অবশ্যই আমাদের কমেন্ট করে জানান।