State Bank of Indian (স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অ্যাসোসিয়েট পদে নিয়োগের জন্য SBI ক্লার্ক পরীক্ষা ২০২২ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। এই বিষয়ে আরও বিশদে জানতে ইন্ডিয়ান স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

সংস্থা: | স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) |
পদের নাম: | ক্লার্ক, প্রবেশনারি অফিসার |
শূন্যপদের সংখ্যা: | কিছু জানানো হয়নি |
কাজের স্থান: | কিছু জানানো হয়নি |
কাজের ধরন: | সরকারি |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদন প্রক্রিয়া শুরু: | শুরু হবে |
যেহেতু SBI এই ক্লার্ক পরীক্ষা ২০২২ সম্পর্কে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেনি, তাই মনে করা হচ্ছে এপ্রিল ২০২২-এর মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে৷
আপনাদের জানিয়ে রাখা ভালো যে, SBI 2022 সালের এপ্রিল মাসে SBI ক্লার্ক ২০২২-এর নিয়োগ সম্পর্কে বিস্তারিত বিজ্ঞাপনের অফিসিয়াল ওয়েবসাইটে @sbi.co.in-এ অস্থায়ীভাবে প্রকাশ করবে।
SBI বিজ্ঞপ্তি ২০২১-২২ ডাউনলোড করার সরাসরি লিঙ্কটি নিচে দেওয়া হল। এই নোটিশটি ভালো করে দেখুন। এটা দেখলেই আপনারা কিছুটা ধারণা নিতে পারবেন- https://drive.google.com/file/d/1VDPtMzM8Fg306ta4JvN865h-C_0aBKEn/view?usp=sharing