Shane Warne: কিভাবে মৃত্যু হলো কিংবদন্তী লেগ স্পিনার শেন ওয়ার্নের

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest

প্রয়াত হলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তী লেগ স্পিনার শেন ওয়ার্ন (Shane Warne)। মাত্র ৫২ বছর বয়সে চিরতরে অজানার দেশে চলে গেলেন এই ক্রিকেটার। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন প্রাক্তন এই লেগ স্পিনার। শুক্রবার সকালেই প্রয়াত হয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তী উইকেট কিপার রডনি মার্শ। ওয়ার্ন নিজেও টুইট করে কিংবদন্তী ক্রিকেটারকে শ্রদ্ধা জানান। এরপর বিকেলের দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে থাইল্যান্ডে প্রয়াত হন ওয়ার্ন। সূত্রের খবর, ঘরের মধ্যে অচৈতন্য অবস্থায় তাঁকে পাওয়া গিয়েছিল। চিকিৎসকদের চেষ্টার পরেও শেষ রক্ষা হয়নি।

তথ্য অনুযায়ী, ২০০৭ সালের জানুয়ারিতে ওয়ার্ন শেষ টেস্ট খেলেছিলেন। ১৯৯৯ সালে, তিনি অস্ট্রেলিয়ার সহ-অধিনায়কও হন, কিন্তু তিনি কখনও অধিনায়ক হওয়ার সুযোগ পাননি।

সম্পর্কিত পোস্ট