West Bengal Weather Update 2022: কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে বিরাট ঝড়-বৃষ্টি!

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest

সতর্ক করল আবহাওয়া দফতর! জারি করা হয়েছে সতর্কবার্তা! প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে বাংলায়!

কিছুক্ষণের মধ্যেই ফের ভাসতে চলেছে বাংলা। আগে থেকেই সতর্কবার্তা জারি করল আবহাওয়া দফতর।

বাংলায় বর্ষা ঢুকতে শুরু করেছে। ইতিমধ্যে ভাসছে উত্তরবঙ্গ। দক্ষিণবঙ্গেও চলছে ধাপে ধাপে বৃষ্টিপাত। 

মাত্র দুই থেকে তিন ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গ ভাসতে চলেছে। 

ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করা হয়েছে পূর্ব বর্ধমান, হুগলি ও দক্ষিণ ২৪ পরগোনায়।

এছাড়াও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ বেশ কিছু জায়গায়।

বৃষ্টির জেরে ফের ধস টয়ট্রেন লাইনে! বন্ধ রইল এনজেপি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা। রংটং ও তিনধরিয়ার মাঝে একাধিক ধস। ধস সরানোর কাজ শুরু হয় তড়িঘড়ি। আগামিকাল নতুন করে ধস না হলে পরিষেবা স্বাভাবিক থাকবে বলে ডিএইচআর সূত্রে জানা গিয়েছে। তবে এদিন কার্শিয়ং ও দার্জিলিংয়ের মধ্যে টয়ট্রেন পরিষেবা স্বাভাবিক ছিল। ধস সরানোর কাজ শুরু হয় তড়িঘড়ি। আগামিকাল নতুন করে ধস না হলে পরিষেবা স্বাভাবিক থাকবে বলে ডিএইচআর সূত্রে জানা গিয়েছে। তবে এদিন কার্শিয়ং ও দার্জিলিংয়ের মধ্যে টয়ট্রেন পরিষেবা স্বাভাবিক ছিল। আগামিকাল শনিবার থেকে সোমবার পর্যন্ত আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে প্রবল বৃষ্টি অর্থাৎ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি জেলাতেও। ভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুর জেলায়। মালদহ এবং দক্ষিণ দিনাজপুরের হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আপাতত দক্ষিণবঙ্গে (South Bengal Weather Forecast) বৃষ্টির সম্ভাবনা থাকলেও মৌসুমী বায়ু দুর্বল। তাই ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির কোন প্রশ্নই নেই আগামী চার পাঁচ দিন। কোথাও ছিটেফোঁটা কোথাও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

সম্পর্কিত পোস্ট